আমাদের সম্পর্কে

মাকাম একটি বেসরকারি, অরাজনৈতিক, অলাভজনক ও গবেষণামূলক প্রতিষ্ঠান। সুফি-সমাজের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সর্বোপরি সার্বিক বিষয়ে গবেষণাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। এটি উক্ত প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট। গবেষণামূলক প্রবন্ধ, নিবন্ধের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের চিত্র‌ও সাইটে প্রদর্শিত হচ্ছে।

নিম্নোক্ত নীতিমালা মেনে লেখা পাঠাতে পারেন।

১. মাকাম’র লক্ষ্যের সঙ্গে বিষয়বস্তু প্রাসঙ্গিক হতে হবে।
২. শব্দ-সংখ্যা সর্বনিম্ন ১২০০ ও সর্বোচ্চ ২০০০।
৩. তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করতে হবে।

তথ্যসূত্র উল্লেখের পদ্ধতি: ব‌ইয়ের নাম> লেখকের নাম> প্রকাশনা সংস্থা/প্রকাশকের নাম> প্রকাশের স্থান (যেমন: ঢাকা, চট্টগ্রাম, কলকাতা)> প্রকাশের সন, তারিখ> সংস্করণ> পৃষ্ঠা নম্বর। একটি নমুনা: বাংলার ইতিহাস সুলতানী আমল: আবদুল করিম, বাংলা একাডেমি, ঢাকা, মার্চ ১৯৯৩, তৃতীয় সংস্করণ, ১৭২ পৃষ্ঠা।
৪. লেখার শেষে গ্রন্থপঞ্জি যুক্ত করতে হবে।
৫. অনুবাদের ক্ষেত্রে মূল লেখাসহ জমা দিতে হবে।
৬. ধারাবাহিকভাবে লেখার জন্য নির্দিষ্ট জি-মেইলের মাধ্যমে পূর্বেই অবহিত করতে হবে।
৭. প্রকাশের পূর্বে লেখার সম্পাদিত সংস্করণ লেখককে পাঠানো হবে এবং সম্মতি গ্রহণপূর্বক লেখা প্রকাশ করা হবে।
৮. প্রকাশিত লেখার জন্য সম্মানী প্রদান করা হবে।
৯. সার্বিক বিষয়ে সম্পাদক ও মাকাম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১০. লেখা পাঠানোর ঠিকানা: maqambd.org@gmail.com